ঘুম দাও

7

মুহাম্মদ ইমদাদ হোসেন

আল্লাহ তুমি ঘুমের মালিক
দুহা’র চোখে ঘুম দাও
দাও গরমে শীতল পরশ
শীত সময়ে উম দাও।

ঘুমের দেশে থাকো তুমি
পরম শান্তি-সুখ দাও
সব ধরণের বিপদ আপদ
দয়া করে রুখ দাও।

আল্লাহ তুমি দুহা’র চোখে
শান্তি-সুখের নিদ দাও
ঘুম সময়ে দেহের ভিতর
শান্ত-কোমল হৃদয় দাও।