বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন- অসহায় প্রতিবন্ধীদের অবাঞ্ছিত জনগোষ্ঠী কিংবা সমাজের বোঝা মনে করা ঠিক নয়। বরং আপনজন ভেবে অসহায় প্রতিবন্ধীদের কল্যাণে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। কোন মানুষ শুধু জন্মগতভাবে প্রতিবন্ধী হয়না, বিভিন্ন দুর্ঘটনা কিংবা সন্ত্রাসী হামলার কারণেও অনেকে প্রতিবন্ধী হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার কারণে প্রতিবছর অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনা থেকে যারা বেচে আছেন তাদের অধিকাংশই প্রতিবন্ধী হয়ে জীবন যাপন করছেন। দুর্ঘটনাজনিত কারণে পঙ্গু হয়ে যাওয়া প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যানে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ চোখে পড়ছেনা। সমাজের অসহায় প্রতিবন্ধীদের কল্যাণে বাংলাদেশের সবুজ জমিনে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সংক্ষিপ্ত পরিসরে হলেও পাশে দাঁড়িয়েছে। সমাজের সামর্থ্যবানদেরকে প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসতে হবে।
তিনি মঙ্গলবার জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোঃ আব্দুর রব, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মু. আজিজুল ইসলাম ও মাওলানা ফয়জুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি