জৈন্তাপুর সীমান্ত হতে ৮০টি নৌকা সহ প্রায় ১৬শ বস্তা মটরশুটি আটক করেছে বিএসএফ

7

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুর উপজেলার ১২৮৬ পিলার এলাকা হতে মঙ্গলবার ভোর রাতে ভারতীয় হেওয়াই বস্তির বিএসএফ লকর নামক স্থানে অভিযান পরিচালনা করে বাংলাদেশি ৮০টি নৌকা ভর্তি মটরশুটি আটক করে। যার আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চোরাকারবারীরা দীর্ঘ দিন হতে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সোর্সম্যানদের সহায়তায় বাংলাদেশ হতে ভারতে মটরশুটি পাচার করে আসছে। বিএসএফ বার বার সতর্ক করে দেওয়ার পরও চোরাকারবারীরা দেদারছে ভারতে মটরশুটি পাচার করছে। অপরদিকে মটরের বিপরীতে ভারত হতে মাদক জাতীয় পণ্য সহ ভারতীয় গরু মহিষ কসমেটিকস মোবাইল সামগ্রী বাংলাদেশে নিয়ে আসছে। ৮ ডিসেম্বর ভোর রাতে (সকাল সাড়ে ৬টায়) ১২৮৬ পিলার এলাকায় বাংলাদেশের আসামপাড়া ও ভারতীয় লকর নামক স্থানে প্রায় ২ শতাধিক বিএসএফ সদস্য অতর্কিতভাবে অভিযান পরিচালনা করে মটরশুটি বোঝাই ৮০টি নৌকা ধরে নিয়ে যায়। বিএসএফ এর অতর্কিত অভিযানে কোন বাংলাদেশী শ্রমিক আটক হওয়ার খবর পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান, বিএসএফ বার বার বাধা দিয়েছে কিন্তু চোরাকারবারীরা বাধা উপেক্ষা করে আমাদের দিয়ে ভারতে মটরশুটি বোঝাই নৌকা প্রবেশ করায়। আমরা কোন মতে প্রাণে রক্ষা পেলেও মটরশুটি বোঝাই নৌকা রক্ষা করা সম্ভব হয়নি। নৌকা ও মটরশুটি আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা হবে। তবে সীমান্ত এলাকায় এযাবৎ কালের সবচেয়ে বড় অভিযান করেছে বিএসএফ। অভিযানের পর হতে ১২৮৬, ১২৮৭, ১২৮৮, ১২৮৯, ১২৯০, ১২৯১ ও ১২৯২ আন্তর্জাতিক পিলার এলাকায় অতিরিক্ত শক্তি বৃদ্ধি করেছে বিএসএফ।
এ বিষয়ে জানতে ৪৮ বিজিবি’র ডিবির হাওর বিশেষ ক্যাম্প জানায়, আমাদের ক্যাম্প এলাকার আওতায় কোন প্রকার চোরাকারবার হচ্ছে না। চোরাকারবার রোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বিএসএফ যে স্থানে অভিযান পরিচালনা করেছে (১২৮৬ পিলার আওতাভুক্ত) সে এলাকাটি ১৯ বিজিবি দায়িত্ব পালন করছে।
এ বিষয়ে জানতে ১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্পের কমান্ডার নামপ্রকাশে অনিচ্ছুক বলেন, লোক মুখে বিএসএফ’র অভিযানে নৌকা বোঝাই মটরশুটি আটকের কথা শুনেছি। সঠিক কিছু আমাদের জানানেই, এমনকি এবিষয়ে কেউ আমাদেরকে কিছু বলেনি।