হস্ত ও কুটির শিল্প মেলা ॥ শ্রমজীবী অনেকেরই ভাগ্য বদলে গেছে

62

স্টাফ রিপোর্টার :
বৈরী আবহাওয়া হস্ত ও কুটির শিল্প মেলার আয়োজকদের ক্ষতিগ্রস্ত করলেও গত দু’দিনের আবহাওয়া পরিস্থিতি DSC_0499কিছুটা ভাল হওয়ায় যেন প্রাণ ফিরে পেয়েছে মেলা। তবে যে মহৎ ও মানবিক উদ্দেশ্যকে সামনে রেখে মেলার আয়োজন করা হয়েছে সেটি কতটুকু অর্জিত হবে তা নিয়ে শঙ্কা রয়েছে আয়োজকদের কারণ মেলার শুরু থেকে অধিকাংশ সময়ই চলে গেছে বৃষ্টির মধ্য দিয়ে। যে কারণে ক্রেতা দর্শনার্থীদের খুব একটা সমাগম ঘটেনি মেলায়। এর পরও আশায় বুক বাঁধছেন আয়োজকরা। যদি মেলার সময় কিছুটা বাড়ানো হয় তাহলে ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠা সম্ভব হবে। এদিকে মেলায় র‌্যাফেল ড্র কে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ র‌্যাফেল ড্রতে অংশ নিতে প্রতিদিন হুমড়ী খেয়ে পড়ছেন। কারণ ২০ টাকার লটারী কিনে এরই মধ্যে অনেকই মোটর সাইকেল, রিক্সা, সিএনজি অটোরিক্সাসহ নানা মূল্যবান পুরস্কার পেয়ে তাদের ভাগ্য বদলে নিয়েছেন। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সর্বসাধারণের সম্মুখে অনুষ্ঠিত র‌্যাফেল ড্র এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে। মেলার আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক আর প্রশাসনের পক্ষ থেকে নেয়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় মেলা এখন পর্যন্ত নির্ঝঞ্ঝাট ভাবেই অনুষ্ঠিত হয়েছে। চা বাগান অধ্যুষিত এলাকার ভেতরে মেলার ভেন্যু নির্ধারিত হওয়ায় বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে ক্রেতা দর্শনার্থীদের মধ্যে। চা বাগান শ্রমিকরা এ মেলা আয়োজনে বেশ উৎফুল্ল। কারণ এই প্রথম তারা ও তাদের সন্তানরা চিত্ত বিনোদনের সুযোগ পেয়েছে। শুধু তাই নয় মাঠ বরাদ্দ বাবত এই প্রথম তাদের ফান্ডে জমা হয়েছে বিপুল অংকের টাকা। যা ব্যয় হবে শিক্ষা-প্রতিষ্ঠান মসজিদ ও মন্দিরের উন্নয়নে।