স্টাফ রিপোর্টার :
জকিগঞ্জ-শেওলা সড়কের পাশ্বে ঈদগাহ বাজারে সরকারী সড়কসহ খাল-নালা অবৈধ দখলে চলে যাওয়ায় স্থায়ী ভাবে যানজট নিত্যসঙ্গী হয়ে পড়েছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। যে কোন মুহূর্তে বড়ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।
জকিগঞ্জের ঈদগাহ বাজারের সড়ক সহ খাল-নালার উপর অবৈধ ভাবে সিএনজি, অটো-রিক্সার স্ট্যান্ড স্থাপন, দোকানপাট নির্মাণ করে, যানবাহন চলাচলসহ পথচারী ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জকিগঞ্জ-শেওলা সড়কের খলাছড়া এলাকায় ঈদগাহ বাজার এলাকায় যানবাহন চলাচলের জন্যে চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখানে সরকারী সড়কসহ পার্শ্বের খাল-নালায় দোকান কোটা নির্মাণ করে যানবাহন চলাচলে বিঘœ ঘটানো ছাড়াও পথচারীদের চলাচল মুশকিল হয়ে পড়ে। এ সড়ক দিয়ে প্রতিদিন সরকারী কর্মকর্তাদের যাতায়াত করে থাকলেও সড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদের কোন পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে ক্ষোভের সঞ্চার হচ্ছে।
জকিগঞ্জ-শেওলা সড়কের খুবই গুরুত্বপূর্ণ স্থান হিসাবে খ্যাত ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ে শত-শত ছাত্র-ছাত্রী বাজারের এ ত্রিমুখি সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে যানবাহনের সাথে ধাক্কা খেয়ে আহতের সংখ্যা কম নয়। তাই এ ত্রিমুখী পয়েন্ট দিয়ে ঝুঁকি নিয়ে শিশু-কিশোর শিক্ষার্থীরা যাতায়াত করতে হচ্ছে।
ঈদগাহ বাজারের এ ত্রিমুখী পয়েন্ট থেকে অবৈধ যানবাহন স্ট্যান্ড উচ্ছেদসহ পয়েন্টটির সংস্কার করা খুবই জরুরী বলে সচেতন মহল মনে করেন।