মাওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন

10
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন উদযাপন কমিটির আহবায়ক আধ্যাপক গোলাম রব্বানী।

ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ, গণআন্দোলনের নায়ক ও মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৭ নভেম্বর রবিবার সংসদের সাহেব নগর সিলেট স্থানীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
সংসদের উপদেষ্টা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার উদ্দিন বোরহানাবদী। বক্তব্য রাখেন জহির আলী মেম্বার, মোঃ চান মিয়া, সুমন দাস, সুহেল আহমদ, রাকিব আলী, ফারুক আহমদ প্রমুখ।
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি সিলেটের উদ্যোগে আলোচনার সভার আয়োজন করা হয়। রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মুসলি সাহিত্য সংসদ সিলেটের সাহিত্য আসর কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি সিলেটের আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানীর পরিচালনায় ও সদস্য সচিব এডভোকেট রনেন সরকার রনির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. ই.ইউ শহীদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আবুল কাশেম, মাওলানা ভাসানীর অন্যতম সহচর সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন সম্পা, ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, প্রগতিশীল রাজনৈতিক কর্মী ¯েœহাংশু ভট্টাচার্য্য, সিরাজ আহমদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নাবিল এইচ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সঞ্জয় কান্তিÍ দাস প্রমুখ। বিজ্ঞপ্তি