কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় ফের ধস, ২ শ্রমিক আহত

43

স্টাফ রিপোর্টার :
টিলা কেটে পাথর উত্তোলনকালে কোম্পানীগঞ্জের বহুল আলোচিত শাহ আরেফিন টিলায় ফের টিলা ধসের ঘটনা ঘটেছে। এতে ২ জন শ্রমিক আহত হয়েছেন। ইতোমধ্যে পে-লোডারের মাধ্যমে মাটি সরিয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন নিশ্চিত হয়েছে সেখানে আর কোন হতাহত নেই। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ দিকে কোম্পানিগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে টিলা কেটে পাথর উত্তোলনকালে মাটি চাপায় ২ শ্রমিক আহত হন। পরে পুলিশ স্থানীয় শ্রমিকদের সহযোগিতায় পে-লোডার মেশিন দিয়ে চাপা পড়া মাটি সরিয়ে উদ্ধার কাজ চালায়। প্রায় ২ ঘন্টা কাজ শেষে সেখানে কোন হতাহতের খোঁজ মিলেনি।
কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, আমরা পে-লোডারের সাহায্যে ধসে পড়া মাটি সরিয়েছি। সেখানে আর কোন হতাহত নেই। এর আগে ২ জন শ্রমিক আহত হয়েছেন। তারাও শঙ্কামুক্ত রয়েছেন। তবে ওসি শফিকুল ইসলাম খান তাৎক্ষণিক আহতদের নাম জানাতে পারেননি।
এর আগে চলতি বছরের শুরুতে জানুয়ারি- ফেব্র“য়ারিতে টিলা কেটে পাথর উত্তোলনকালে সিলেটে কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় মাটি চাপায় ৯ শ্রমিকের মৃত্যু হয়। ১১ ফেব্র“য়ারি আনিছ (৩৬) নামের এক পাথর শ্রমিকের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও দুই জন। ২৩ জানুয়ারি এই টিলা ধ্বসে ৮ জন শ্রমিক নিহতের ঘটনা ঘটে। যা নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়েছিল। এতে গাফিলতির দায়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েস আলমকে প্রত্যাহার করা হয়।