জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে অভ্যান্তরীন বোরো সংগ্রহ উদ্বোধন হয়েছে। সোমবার জগন্নাথপুর সদর খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে বোরো সংগ্রহ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম। এ সময় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামরুল ইসলাম, খাদ্য পরিদর্শক মোঃ নুরুল আমিন চৌধুরী, জগন্নাথপুর খাদ্যগুদাম কর্মকর্তা দিপক সূত্রধর, উপজেলা আ.লীগ নেতা আকমল খান, পৌর আ.লীগের সভাপতি ডা. আবদুল আহাদ, মিরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আতিকুর রহমান, সাংবাদিক আবদুল হাই, ব্যবসায়ী বশির আহমদ, ছমির উদ্দিন সুমন, আবু সুফিয়ান তালুকদার, সুহেল আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগ নেতা রমজান আলী ছানা, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, খাদ্যগুদাম সহকারী নিরাঞ্জন বিশ্বাস, কৃষক এনামুল হক, হোসন আলী সহ নানা শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বোরো সংগ্রহ উদে¦াধন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামরুল ইসলাম প্রমূখ।
এদিকে-জগন্নাথপুর খাদ্যগুদাম কর্মকর্তা দিপক সূত্রধর জানান, এবার জগন্নাথপুর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার প্রকৃত কার্ডধারী কৃষকদের কাছ থেকে ১২০০ টাকা মণ দরে ১৬৩৫ মেট্রিকটন বোরো ধান সংগ্রহ করবে সরকার। এতে জনপ্রতি ১২০ কেজি থেকে ৩ টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন কৃষকরা।