মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন স্থগিত

26
মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষের পর এলোমেলো সভাস্থল।

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
সভাপতি প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির মামলা থাকায় মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগ।
সোমবার (২ ডিসেম্বর) বিকালে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হবার পর দ্বিতীয় অধিবেশনে সমঝোতার জন্য তিন সভাপতি ও দুই সাধারণ সম্পাদকদের নিয়ে বসেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। কিন্তু কোনো সমঝোতা না আসায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন কাউন্সিল স্থগিত ঘোষণা করেন এবং কেন্দ্র থেকে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের বর্তমান নতুন কমিটি ঘোষণা না আসা পর্যন্ত জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানকে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন এবং এর উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রফিকুর রহমান ও সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।
এদিকে সম্মেলনে সভাপতি প্রার্থী আকবর আলীর নামে সুনামগঞ্জের হাওর দুর্নীতি মামলা থাকার কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে দুর্নীতিমুক্ত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাই আমরা কিভাবে দুদকের দায়ের করা দুর্নীতি মামলার আসামীকে সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসেবে দেখবো।
মিছবাহ উদ্দিন সিরাজ আরও বলেন, এ বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে আলোচনা করবেন। তারপর সম্মেলন আবারও হবে কি না বা কেন্দ্র থেকে কমিটি প্রকাশ করা হবে সেই সিদ্ধান্ত জানা যাবে।
এ ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেন জানিয়েছেন, অনিবার্য কারণ বশত: সম্মেলন স্থগিত রাখা হয়েছে। প্রার্থীর নামে দুর্নীতি মামলার কারণে কি না এই প্রশ্নের জবাবে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান।’
এর আগে সম্মেলন চলাকালীন সময়ে প্রথম অধিবেশনে ছাত্রলীগের দু’পক্ষ একে অপরের দিকে নেতাকর্মীদের দিকে চেয়ার ছুঁড়ে মারে। এতে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও সম্মেলন স্থলের জানালার গ্লাস ভাঙ্গার ঘটনা ঘটে।
সভাপতি পদে প্রার্থী বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, জেলা আ’লীগ’র সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর আকবর আলী ও উপজেলার বর্তমান সাধারণ সম্পাদক আনকার আহমদ’।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মালিক তরফদার সুয়েব,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান।