কাস্টঘরে খুন হওয়া ব্যক্তির পরিচয় পাওয়া গেছে, পিতার মামলা দায়ের

33

স্টাফ রিপোর্টার :
নগরীর কাস্টঘর থেকে খুন হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম- সেলিম মিয়া (৩০)। তিনি নোয়াখালী জেলার লক্ষিপুর থানার উত্তর দত্তপাড়ার ইসমাইল মিয়ার পুত্র। সে একজন ছিনতাইকারী বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা।
তিনি বলেন, এ ঘটনায় কয়েকজন অপরাধীকে আটক করা হয়েছে। তবে এই মুহুর্তে আটককৃতদের নাম ঠিকানা বা ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না। ওসি আরো বলেন, এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে কোতায়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। আর লাশের ময়না তদন্ত শেষে লাশটি ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আজ তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত সোয়া ৭ টার দিকে কাস্টঘর এলাকায় কে বা কারা সেলিম মিয়াকে ডান হাঁটুর উপরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালী থানার টহলরত এএসআই এমদাদ হোসেনসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তক্ষরণ অবস্থায় পড়ে থাকা সেলিম মিয়াকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।