গোলাপগঞ্জে কয়েকটি গ্রাম প্লাবিত

10

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীর ডাইক ভেঙ্গে উপজেলার কয়েকটি গ্রামে পানি ঢুকে গেছে। এতে প্লাবিত হয়ে পড়েছে ওই এলাকার নিম্নাঞ্চল।
খোঁজ নিয়ে জানা যায়, কুশিয়ারা নদীর তীরবর্তী উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কটলি পাড়া, বাণীগ্রাম, বাণীগ্রাম বাজার পানিতে প্লাবিত হয়ে গেছে। এছাড়াও ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজারেও কুশিয়ার নদীর ডাইক ভেঙ্গে পানি প্রবেশ করেছে। এদিকে শরীফগঞ্জ ইউনিয়নের হাকালুকি তীরবর্তী এলাকা ইসলাম, রাংজিওল, নুরজাহান পুর, কালীকৃষ্ণপুর সহ বেশ কয়েকটি এলাকাতেও বন্যার পানি ঢুকে গেছে। এসব এলাকার মানুষজন মানবেতর জীবনযাপন করছেন। টানা ও থেমে থেমে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উপজেলা কুশিয়ারা ও সুুুরমা নদীর পানি বিপদসীমার উপরে বইছে। ফলে আতংকে দিন কাটাচ্ছেন নিম্নাঞ্চলে বসবাসকারী বাসিন্দারা। একদিকে করোনা সংকট ও অন্যদিকে বন্যা আশংকা, এনিয়ে দুঃচিন্তায় রয়েছে উপজেলাবাসী।