আনোয়ার আল ফারুক
কদম-কেয়া পড়লে ঝরে
কাশের মেয়ে হাসে,
বকসাদা ওই মেঘ মেয়েরা
আকাশ ভেলায় ভাসে।
নামছে শরৎ নদীর কূলে
নরম কাশের ডালে,
রক্তজবায় হাসি ছড়ায়
এই শরতের কালে।
গাছপাকা ওই তালের পিঠা
সুবাস ছড়ায় দেশে,
মিষ্টি আবেশ শরৎ আসে
সবুজ রাণীর বেশে।
এই শরতে হাসে আকাশ
হাসে গাছের ডালও,
তার সাথেও হেসে ওঠে
স্নিগ্ধ চাঁদের আলো।
জোনাকপোকা চাঁদের আলো
করে মাখামাখি,
হাসনাহেনার ডালে বসে
ডাকে হলদে পাখি।