কাজিরবাজার ডেস্ক :
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা তথাকথিত আইএস খেলাফতের প্রতিষ্ঠাতা আবু বকর আল-বাগদাদি এক মার্কিন অভিযানে রবিবার নিহত হয়েছে। এই আইএস নেতা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। যাকে খুঁজে বেড়াচ্ছিল অসংখ্য ড্রোন। স্বঘোষিত খিলাফত প্রতিষ্ঠার আগে-পরে তথাকথিত এই আইএস নেতাকে মাত্র একবারই জনসম্মুখে দেখা গেছে। তিন বছর আগেও বাগদাদি ছিল ‘মূর্তিমান এক আতঙ্ক’। যাকে নিয়ে সারা বিশ্বের গণমাধ্যমগুলো ব্যস্ত থাকত। বাগদাদি ছিল ইসলামকে বিকৃতভাবে উপস্থাপনকারী এক জঙ্গি। তার মতবাদ ভিন্নমতাবলম্বীদের নির্মূলে এমন ভূমিকা রেখেছে ১৯৭০ এর পর বিশ্ব আর যা দেখেনি।