সিলেট-৩ আসনের এমপি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকার দেশের শিক্ষা ব্যবস্থার যুগপোযোগী উন্নয়ন করেছে। ফলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন, কম্পিউটার ল্যাব, প্রজেক্টর সহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে। এতে শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি মনোযোগী হয়েছে। দিন দিন শিক্ষার গুণগত মান বৃদ্ধি হয়েছে। সিলেট-৩ নির্বাচনী এলাকায় গত ১০ বছরে প্রায় ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৫টি হাইস্কুল ও মাদরাসা এবং ৮টি কলেজের ভবন নির্মাণ করা হয়েছে। যার ফলে শিক্ষার্থীদের শ্রেণি কক্ষের সমস্যা দূর হয়েছে। বর্তমান সরকারের শিক্ষা সহ নানা মুখী উন্নয়ন অব্যাহ রাখতে আগামীতেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় পাঠানোর আহবান জানান।
এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরী, ৭ নভেম্বর বুধবার দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জে ৩৪ কোটি টাকা ব্যয়ে ১০টি হাইস্কুলে ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবন ও ২টি প্রাইমারী স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী মিন্টু চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আয়শা হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্বাধীন বাংলাদেশের প্রথম করদাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রকৌশলী আফছর উদ্দিন, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শিক্ষা প্রকৌশলী আব্দুর রব, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, ফেঞ্চুগঞ্জে উপজেলা সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান, দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি চুনু মিয়া, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক মহিব উদ্দিন বাদল, জেলা কৃষকলীগের সহ সভাপতি হাজী দুদু মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন রাসেল, ফজলুল করিম হেলাল, শাহ ছমির উদ্দিন, আব্দুস সালাম মর্তু, পংকী মিয়া, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, রেঙ্গা হাজীগঞ্জ স্কুল-কলেজ গভর্ণিং বডির সভাপতি আহমদ ফারুক, অধ্যক্ষ বিনয় কৃষ্ণ তালুকদার, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিছবাহ আহমদ চৌধুরী, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, হাজী আতিকুর রহমান, পিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুবেদ আহমদ চৌধুরী শিপু, প্রধান শিক্ষক আব্দুস শহীদ, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খালেদুল ইসলাম কোহিনুর, প্রধান শিক্ষক মোঃ তজম্মুল ইসলাম, সিলাম পিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ লাল রায়, সিলাম ইউপি প্যানেল চেয়ারম্যান সাদেক মিয়া, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, বিশিষ্ট মুরব্বী মানিক মিয়া, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ, প্রধান শিক্ষক আব্দুস সালাম, জমিরুন্নেছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী সালেহ আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক নেহার রঞ্জন, রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিত, সহকারী শিক্ষক হারুনুর রশীদ, ডাঃ জাকির হোসেন, আব্দুল মুকিত চৌধুরী, মুজিবুর রহমান, উত্তর কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদ আলী, পরিচালনা কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান, আলতাউর রহমান রুনু, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুজ্জামান, রেঙ্গা হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক মেম্বার নুরুল ইসলাম মানিক, আতিকুর রহমান, আমির আলী ও জুনাব আলী, বিশিষ্ট মুরব্বী মঈন উদ্দিন, সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, যুগ্ম সম্পাদক জাহিদ ইকবাল সুনাম, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বিজন দেব নাথ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নূরুল ইসলাম, যুবলীগ নেতা সুহেল আহমদ কর্নেল, নন্দন পাল, নিজাম উদ্দিন, লায়েক আহমদ জিকু, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সহ সভাপতি দুলাল আহমদ, মঈন উদ্দিন, আব্দুল মুমিন প্রমুখ। বিজ্ঞপ্তি