নতুন বছরের একাদশ সংসদের একাদশ অধিবেশনের ১২ কার্যদিবসে সমাপনী ভাষণে আবারও দেশবাসীকে দেশে-বিদেশে নানা অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, সংসদের শীতকালীন এই অধিবেশন হয়েছে সংক্ষিপ্ত এবং স্বাস্থ্যবিধি ও সুরক্ষা মেনে করোনার কারণে। দেশের প্রধান বিরোধী দল বিএনপির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, এই দলটি ভুগছে চরম নেতৃত্বশূন্যতায়। দেশে দ-িত ও বিদেশে পলাতক তথাকথিত নেতাদের নিয়ে আর যাই হোক দল পরিচালনা করা যায় না। যে কারণে নেতৃত্বশূন্য দিশাহীন দলটি অনবরত মিথ্যাচার করেই চলেছে, যার সঙ্গে রয়েছে বাংলাদেশ বিরোধী যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামী ও অন্যরা। এমনকি মানুষের জীবন রক্ষাকারী করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়েও নানা মিথ্যাচার করতে তারা পিছপা হয়নি। যা হোক, অঙ্গীকার অনুযায়ী সরকার যথাসময়ে টিকা আমদানি করেছে এবং ৮ ফেব্রুয়ারি থেকে তা প্রয়োগ করা হবে দেশব্যাপী। প্রসঙ্গত, করোনা মহামারীর চরম ক্রান্তিকাল মোকাবেলায় সরকারের নানা প্রশংসনীয় উদ্যোগ সাফল্যের কথা উল্লেখ করা যায়, যার সুফল পেয়েছে দেশবাসী। চরম এই দুঃসময়েও দেশে কেউ না খেয়ে থাকেনি। কমবেশি সবাই দিয়েছে নগদ প্রণোদনা ও ত্রাণ সহায়তা। অচল শিল্পকারখানাগুলোও সচল থাকতে পেরেছে বিশাল অঙ্কের প্রণোদনা পাওয়ায়। সরকারের নানা তৎপরতায় করোনার সংক্রমণ ও মৃত্যুর হারও রয়েছে নিয়ন্ত্রণে। এসব শুধু দেশে নয়, বরং বিশ্বের বুকেও বিস্ময়কর একটি সাফল্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
প্রসঙ্গত, কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরায় মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুটোয় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক সংবাদে বাংলাদেশবিরোধী তৎপরতার নিদর্শন মেলে, যার তাৎক্ষণিক তীব্র প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএসপিআর। যে বা যাদের ভিত্তিতে মিথ্যা ও ভুয়া প্রতিবেদনটি তৈরি ও সম্প্রচার করা হয়েছে তারা সবাই দেশে ও বিদেশে আদালত কর্তৃক অপরাধী হিসেবে দ-িত ব্যক্তি, যারা দেশবিরোধী তৎপরতা ও ষড়যন্ত্রে লিপ্ত। এদের সঙ্গে একাত্তরের যুদ্ধাপরাধী ও রাজাকার গোষ্ঠী জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ যোগাযোগও প্রমাণিত।
বর্তমানে তাদের স্পর্ধা সীমা ছাড়িয়ে যেতে বসেছে। আবারও তারা দেশবিরোধী তৎপরতা ছড়াতে শুরু করেছে। এরা দেশে বিভেদ তৈরির ষড়যন্ত্রে লিপ্ত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে।
এদেরকে সর্বশক্তি দিয়ে রুখতে হবে এখনই। চিহ্নিত ও স্বঘোষিত অপশক্তির বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণের এটিই উপযুক্ত সময়। বাংলাদেশবিরোধী তৎপরতা চালানোর জন্য আলজাজিরার সম্প্রচার নিষিদ্ধ করাও সময়ের দাবি।