বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা আখতার হোসাইন জাহেদ বলেছেন, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনীতে সূর্য উঠে আবার সে ধ্বনীতে সূর্য অস্ত যায়, সেই দেশে কুরআন-হাদিসের নির্দেশনা অমান্য করে মদ, জোয়া এবং অনৈতিক কার্যক্রমের আস্তানা গড়ে উঠবে সেটা মানা যায়না। তিনি বলেন, এদেশের প্রতিটা ধূলি-কণার সাথে ইসলামের সম্পর্ক রয়েছে এবং এখনো এদেশ ওলী আউলিয়ার সোহবতে বেষ্টিত। সে দেশে কোন ক্যাসিনো কিংবা অনৈতিক কার্যক্রমের আস্তানা গড়ে উঠতে দেয়া যাবেনা। তিনি মদ-জুয়া সম্বলিত সকল ক্যাসিনো ও ক্লাব বন্ধ এবং দুর্নীতির মূলোৎপাটন না হওয়া পর্যন্ত সরকারি এ প্রশংসনীয় অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
তিনি ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ যোহর সিলেট দক্ষিণ সুরমা থানা শাখার উদ্যোগে স্থানীয় কামাল বাজার ফাযিল মাদরাসা হলরুমে আয়োজিত দাখিল, এসএসসি ও আলিম- এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।
থানা শাখার সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বংলাদেশ আন্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক কবির আহমদ, দক্ষিণসুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কুতুব আল ফরহাদ, সহ-প্রচার সম্পাকদ আলাউদ্দিন পাশা, সদস্য আব্দুর রাজ্জাক সাজু, রেদ্বওয়ান রাজা ও মোগলাবাজার থানা শাখার সাধারণ সস্পাদক ইমরান আহমদ সূফী প্রমুখ। বিজ্ঞপ্তি