জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় শোকাবহ ১৫ আগষ্ট পালন

6

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৫ আগষ্ট মঙ্গলবার শোকাবহ ১৫ আগষ্ট উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনাসভা, দোয়া ও প্রার্থনা সহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপ-বিভাগীয় প্রকৌলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায় প্রমুখ। এতে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা আজিজ মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
এছাড়া জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে পৃথক ভাবে শোকাবহ ১৫ আগষ্ট উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোক র‌্যালি, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, তথ্য ও গবেষণা সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফিরোজ আলী, আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক মশহুদ আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুক্তরাজ্য শ্রমিকলীগের সভাপতি শামীম আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা আওয়ামী লীগ নেতা আফু মিয়া, কলকলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক বশির আহমদ, পাটলি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, মিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আতিকুর রহমান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি কদরিছ মিয়া, রাণীগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক ও রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সৈয়দ লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইদুল হক, আশারকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও আশারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ূব খান, পাইলগাঁও ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী আবদুল তাহিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা আলমগীর প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুল হান্নান ও গীতাপাঠ করেন সুভাষ এবং সভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।