নিরাপদ সড়কের দাবিতে আনন্দনিকেতন স্কুলের মানববন্ধন

9

‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো ‘, ‘দেশ আমাদের, দায়িত্ব আমাদের’, ‘গাড়ি চালানোর সময় হেডফোন ও মোবাইল ফোন ব্যবহার করবেন না’, ‘দখলমুক্ত ফুটপাত চাই, নিরাপদে হাঁটতে চাই’ ইত্যাদি নানা সচেতনতা মূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে বৃহস্পতিবার সকালে সিলেটের সুবিদ বাজারে রাস্তায় দাঁড়িয়েছিল আনন্দনিকেতনের পাঁচ শতাধিক ছাত্রছাত্রী। নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে তারা এই কর্মসূচির আয়োজন করর। এতে ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা পোষণ করে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সহ এলাকাবাসীও যোগ দেন। মানববন্ধনটি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন পারভিন সাকিবা, জামিলা জেসমিন জেসি, রাহেলা চৌধুরী তুলি, রূপক কান্তি দত্ত, মোঃ সরওয়ার খান, রিপন সরকার, নন্দিতা দত্ত, নীতা রায়, মেহজাবিন জোহরা, জিয়ারীন চৌধুরী, জয়জয়ন্তী দত্ত, তীবা চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি