সিলেট এই প্রথম প্রযুক্তির নতুন ছোঁয়ায় সিলেট ও বিজ্ঞান প্রযুক্তি কলেজ

9

বিজ্ঞানের এই যুগে সিলেট বিভাগে এই প্রথম ডিজিটাল কন্টেন্ট নির্ভর মাল্টিমিডিয়া ক্লাসের সাথে যুক্ত হলো “ডিজিটাল বহুনির্বাচনী প্রশ্ন” এবং “বহুনির্বাচনী প্র্যাকটিস বুক ভালো ফলাফল প্রত্যাশী শিক্ষার্থী নিজেদের কাংখিত ফলাফল লাভের প্রথম অন্তরায় ছিলো বহুনির্বাচনী প্রশ্নের সঠিক সমাধান। বাসায় নিজেদের সঠিক প্র্যাকটিস না থাকায় পরীক্ষার হলে তৈরি হয় অন্যের খাতা দেখে পাশ করার মনোভাব। এরই ফলে বোর্ড পরীক্ষায় নিজের কাংখিত ফলাফল না আশায় অনেক মেধাবী শিক্ষার্থী নিজস্ব মেধা থাকা সত্ত্বেও পছন্দের বিশ্ববিদ্যালয় এমনকি চাহিদা অনুযায়ী মানসম্মত শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। তাই মুহিবুর রহমান ফাউন্ডেশন শিক্ষা উদ্যোগ কর্তৃক পরিচালিত বিজ্ঞান পড়ুয়া শিক্ষার্থীদের আস্থা ঘর সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ- এ শিক্ষাবর্ষ ২০১৯-২০ (একাদশ শ্রেণি) শিক্ষার্থীদের ১ম বষ ১ম সেমিস্টার পরীক্ষায় সকল বিষয়ে বহুনির্বাচনী প্রশ্ন মোট ৩০০টি সেট করে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ ও সম্মানিত অভিভাবকগণ আশাবাদ ব্যক্ত করেন প্রযুক্তি নির্ভর এই প্রশ্ন পদ্ধতি যেমন আমাদের শিক্ষার্থীদের বাসায় নিজেদের বেশী প্র্যাকটিস তৈরি করবে, অন্যের খাতা দেখে নিজেকে উপস্থাপন করার থেকে বিরত থাকবে ঠিক তেমনি বোর্ড পরীক্ষায় আশানুরুপ ফলাফলও আসবে। গতকাল কলেজ ক্যাম্পাসে ” নিত্য নতুন ধারণা ও বিজ্ঞান” বিষয়ক সেমিনারে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুহিবুর রহমান, সিলেট ও বিজ্ঞান প্রযুক্তি কলেজ এর অধ্যক্ষ মু.ম.র বুলবুল আরো উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দসহ কলেজের সকল শিক্ষার্থী। বিজ্ঞপ্তি