শরতের প্রকৃতি

20

কৌশিক সূত্রধর

শ্রাবণ গেলো শরৎ এলো
প্রকৃতি সাজে রঙে,
নদীর পাড়ে বিলের ধারে
কাশেরা দোলে ঢঙে।

নীল আকাশে ঝির বাতাসে
উড়ে মেঘের ভেলা,
বিলের জলে হাঁসের দলে
খেলে সাঁতার খেলা।

হরেক ফুলে প্রকৃতি দোলে
সৌরভ জাগে প্রাণে,
তরণী চলে হৃদয় দোলে
কালু মাঝির গানে।

আমন ধানে বাউল গানে
হর্ষায় মাতে চাষী,
সবার মুখে পরম সুখে
ফোটে চমক হাসি।

বছর ঘুড়ে প্রকৃতি জুড়ে
এলো আবার সেই,
ঋতুর রাণী শরৎ জানি
যার তুলনা নেই।