মঞ্জুর মোর্শেদ রুমন
বর্ষাকাল কে বিদায় করে
এলো ঋতুর রাণী,
ফুলে ফুলে মৌমাছিরা
করে কানাকানি।
তাদের সাথে আরও বসে
প্রজাপতির মেলা,
মনের সুখে হেসে খেলে
কাটায় সারাবেলা।
নদীর দু’ধার কাশে ভরা
বাতাস এলে দোলে,
প্রিয় আমার শান্ত নদী
মনের কথা বলে।
জোছনা রাতে জোনাকিরা
লেবু গাছের তলে,
এদিক ওদিক ছুটে আরও
মিটি মিটি জ্বলে।