চিকিৎসা সেবা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ — বদর উদ্দিন কামরান

30

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, চিকিৎসা সেবা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। চিকিৎসার মাধ্যমে মানুষকে সুস্থ করার পশাপাশি সেবা করার সুযোগ পাওয়া যায়। মানুষের অঙ্গ-প্রতঙ্গে মধ্যে দাত অমূল্য সম্পদ। তাই দাত ভালো থাকেই দাতের যতœ নিতে হবে। দাতে অসুখ দেখা দিয়ে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে। তিনি আল মদিনা ডেন্টাল কেয়ার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।
বদর উদ্দিন আহমদ কামরান ১৫ নভেম্বর বুধবার বিকেলে নগরী চৌকিদেখীস্থ সাবেক পৌর কমিশনার বকুলের বাসভবন সংলগ্ন আল মদিনা ডেন্টাল কেয়ার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমাজসেবী মকবুল হোসেনের সভাপতিত্বে ও ডেন্টালের পরিচালক মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, পৌরসভার সাবেক কমিশনার আবু নসর বকুল, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এইচ.এম ফারুক হোসেন, সাধারণ সম্পাদক জাহেদুল হোসেন মাসুদ। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার, কবি আব্দুল বাসিত মোহাম্মদ, বিশিষ্ট মুরব্বী এডভোকেট শাহ রাজ, আব্দুল কাদির, ইস্কন্দর আলী, হাজী মোঃ আনা মিয়া হাজারী, শ্রমিকনেতা শাহিনুর রহমান শাহীন, ব্যবসায়ী আব্দুল জব্বার, মোঃ রফিক মিয়া, দিলদার হোসেন, জিল্লুর রহমান, আবুল কালাম শাহীন, ডেন্টালের পরিচালক মোঃ ময়নুল হোসেন, জুবেদা বেগম, অঙ্গীকার তরুণ সংঘ সিলেট মহানগর সভাপতি ফাহিদ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মামুন হাসান, ক্রীড়া সম্পাদক জুয়েল আহমেদ রাফি ও আরিফন আহমদ, ইমরান আহমদ, বেলাল হোসেন রিপন, দেলোয়ার হোসেন শিপন, আনিফা ইসলাম, আবু বক্কর, নুরুল ইসলাম, মিনহাজুর রহমান মাহদী প্রমুখ। বিজ্ঞপ্তি