গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক পলাতক আসামীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৩টার দিকে উপজেলার সালুটিকর এলাকার মিত্রীমহল গ্রামের এমডিসি ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফজর আলী (৩২) কোম্পানীগঞ্জ উপজেলার গৌখালের পাড় এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও চোরাচালানসহ বিভিন্ন থানায় প্রায় ২১ টি মামলা রয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার গভীর রাতে র্যাব-৯ মিত্রীমহল এমডিসি ব্রিক ফিল্ড এলাকায় ফজর আলীকে গ্রেফতার করতে গেলে তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। তখন র্যাব পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে ফজর আলীর মৃত্যু হয়। এ সময় ফজর আলীর সহযোগী অন্য মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
বন্দুকযুদ্ধে মাদক কারবারি ফজর আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, তার বিরুদ্ধে গোয়াইনঘাটসহ সিলেটের বিভিন্ন থানায় ২০ টিরও অধিক মামলা রয়েছে।