গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, সিলেট জেলা শিক্ষাক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে ছিল। আমরা ক্ষমতায় আসার পর সিলেটের শিক্ষার উন্নয়নে ব্যাপক কর্মপদ্ধতি গ্রহণ করায় সিলেট সবার সম পর্যায়ে পৌঁছেছে। সংখ্যায় এগুলেও আমাদের শিক্ষার মান বাড়াতে হবে। গত ১শ’বছরে যত কলেজ হয়েছে তার ৩ গুণেরও বেশি হয়েছে আওয়ামীলীগ সরকারের আমলে। তিনি শনিবার দুপুর ১২টায় গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউপির তুড়–কবাঘের হাতিমনগরে সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ে ৬০ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সালাম মকবুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আহমেদুর হাসান মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ, বাঘা ইউপি চেয়ারম্যান ছানা মিয়া, আওয়ামীলীগ নেতা আর্জমন্দ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপা নাথ চন্দ্র। এদিকে বেলা ২টায় শিক্ষামন্ত্রী বাঘা ইউপির হাজী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আর্জমন্দ আলীর পরিচালনায় “শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক” শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পৃথক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রকৌশলী নাজমুল হাকিম, গোলাপগঞ্জ মডেল থানা ওসি (তদন্ত) মীর আব্দু নাছের, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সহ-সভাপতি আজমল হোসেন শোভন, অর্থ সম্পাদক বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ, উপজেলা আওয়ামীলীগ নেতা আলিম উদ্দিন বাবলু, নাজিমুল হক লস্কর, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন প্রমুখ। এর আগে শিক্ষামন্ত্রী সকাল ১১টায় বাঘা ইউপির বুরহান উদ্দিন সড়ক-নলুয়া জামে মসজিদ সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।