ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে তালতলাস্থ একটি হোটেলে সভা অনুষ্ঠিত হয়। সমিতির সিলেট জেলা শাখার সভাপতি শহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রতাব কুমার চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল হক। বিশেষ অতথি ছিলেন সমিতির সিলেট জেলা শাখার উপদেষ্টা আবদুল মালিক। সভায় নবগঠিত জেলা কমিটি পুনঃ গঠন, ভেকেশন বিভাগ থেকে উত্তোরণ সংক্রান্তক আলোচনাসহ প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য সকলে আন্তরিক ভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আসন্ন শারদীয় দুর্গা পূজা চলাকালিন সময়ে বিদ্যালয়ে ছুটি বাড়ানোর দাবি নিয়ে আগামী ৯ সেপ্টম্বর সমতির পক্ষ হতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের সময় সকলে উপস্থিত থাকার আহব্বান জানান। সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমতির সিনিয়র সহ-সভাপতি শিতাংশু রঞ্জন দাস, মো: খালেদ সাইফুদ্দিন জাফির, আব্দুছ ছত্তার, শামছুন নাহার বেগম, সিনিয়র যুগ্ম সম্পাদক তপন কুমার পাল, সিরাজ আলী, মিতা দে, সন্তোষ চক্রবর্তী, মুর্শেদা খাতুন, সাংগঠনিক সম্পাদক মো: ছালেহ আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক মো: লেবু মিয়া,মহিলা সম্পাদিকা শাহানারা ইয়াছমিন সহ- মহিলা সম্পাদিকা জাহানারা বেগম,অর্থ সম্পাদক মনসুর আলী, সহ- অর্থ সম্পাদক তাজ উদ্দিন, দপ্তর সম্পাদক বরুন রায়, সহ-দপ্তর সম্পাদকবাবুল চন্দ্র দাস, তথ্য বিষয়ক সম্পাদক স¦পন কুমার সহ-তথ্য বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ প্রমুখ।