জগন্নাথপুর পৌরসভায় ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ এগিয়ে চলছে

13

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুর পৌরসভায় ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এর প্রচেষ্টায় জগন্নাথপুর পৌরসভার উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ হয়। জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৫০ কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুর পৌরসভায় পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ ও ড্রেনেজ নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। গত ২১ নভেম্বর থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ৮ কিলোমিটার ড্রেনেজ নির্মাণ কাজ। ১১ ডিসেম্বর শুক্রবার পৌর এলাকার শেরপুর গ্রামের দরছ মার্কেট এলাকায় ড্রেনেজ নির্মাণ কাজ উদ্বোধন হয়েছে।
এ সময় জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, ঠিকাদারি প্রতিষ্ঠান আদেল এন্টার প্রাইজের তদারকি কর্মকর্তা শেখ মোহাম্মদ পারভেজ, পৌরসভার তদারকি কর্মকর্তা রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তদারকি কর্মকর্তা নিজাম উদ্দিন নয়ন ও শাহ আলম উপস্থিত ছিলেন। এদিকে-পৌরসভায় চলমান উন্নয়ন কাজ দেখে পৌর নাগরিকরা আনন্দিত হয়েছেন।