সোমা মুৎসুদ্দী
মন চলে যায় দূরে কোথাও,
পাহাড়ি ঐ ঝর্ণা তলায়।
মন চলে যায় দূরে কোথাও,
তোমার পাশে তোমার মায়ায়।
মন চলে যায় আকাশ নীলে,
যেথায় সাদা মেঘের সারি।
মন চলে যায় দূরের গাঁয়ে,
যেথায় তোমার ছোট্ট বাড়ি।
মন চলে যায় তোমার সাথে,
নাম না জানা পথের বাঁকে।
মন চলে যায় দূরে কোথাও,
কবিতা পড়ার কোন সে ফাঁকে।
মন চলে যায় যেথায় সবুজ,
দিগন্ত জোড়া বিস্তত মাঠ।
মন চলে যায় নদীর ঢেউয়ে,
তোমার সাথে ভূবনও ঘাট।