শরৎ এলো

27

জাহিদ হাসান

শরৎ এলো ধেয়ে,
চারিদিকে মাঠ-ঘাট,
কাশফুলে গেলো ছেয়ে।
মাঝি নাও বায় দ্রুত বেয়ে।
সেই নাওয়ে বসে,
দেখি আমি বহুদূরে।
নদীর পাড়ে কাশফুল,
নাচে হেলে-দুলে।
দূর থেকে মনে হয়,
সাদা পাখি সেখানে-
উড়ছে ডানা মেলে।

শরৎ এলো ধেয়ে,
আকাশে মেঘের খেলা নিয়ে।
একগুচ্ছ সাদা মেঘ,
ভাসছে আপন মনে।
এক ঝাঁক পাখি উড়ে যায়,
তাদের বনে।
আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকি,
আকাশেরও পানে।

শরৎ এলো ধেয়ে,
হালকা শীতের আভাস নিয়ে।
আশ্বিনের মৃদু হাওয়া,
দেহ-মনে করে আসা যাওয়া।
হৃদয় -পানে বারে বারে,
বেজে উঠে গান,
শরৎ হয়ে থাক অম্লান।