কানাইঘাটে আটক ১৪ রোহিঙ্গাকে কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে

15

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে আটককৃত ১৪ রোহিঙ্গা শরণার্থী কে কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। গত বুধবার রাত আড়াইটার দিকে ভারতে অবৈধ ভাবে যাবার চেষ্টা কালে ১৪ রোহিঙ্গা ও তাদের সাথে থাকা এক দালাল ও মাইক্রোবাস চালককে কানাইঘাট থানা পুলিশ দিঘীরপার ইউপির দর্পনগর মমতাগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে আটক করে। আইনী প্রক্রিয়া শেষে গতকাল বৃহস্পতিবার ভোরে ১৪ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের পুলিশ হেফাজতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম জানান রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়েছে। তাদের সাথে আটক দালাল কিশোরগঞ্জের মোঃ নুরুল্লাহ (২৪) ও মাইক্রোবাস চালক কানাইঘাটের নারাইনপুর গ্রামের তজল্লুর রহমানের ছেলে আব্দুল মালিক (২৩) এর বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করা হয়েছে। থানার মামলা নং ১৯, তাং-২৯/০৮/২০১৯ইং। প্রসঙ্গত যে, ফেরত পাঠানো ১৪ রোহিঙ্গা গত মঙ্গলবার কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে এসে দালালদের মাধ্যমে অবৈধ ভাবে ভারত যাওয়ার জন্য কানাইঘাটে আসলে পুলিশ তাদের আটক করে।