গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয়লা বেগম রুনি (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিলেট-জকিগঞ্জ সড়কের বইটিকর বাজারে এ ঘটনা ঘটে। ওই নারী উপজেলার ফুলবাড়ী ইউপির টিকরপাড়া গ্রামের নাছির উদ্দিন উরফে ফছা মিয়ার স্ত্রী। ঘটনার পরপরই খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই নূর উদ্দিন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছয়লা বেগম রাস্তা পারাপারের সময় সিলেট থেকে ছেড়ে আসা গোলাপগঞ্জগামী একটি অজ্ঞাত সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন, পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের স্বামী নাছির উদ্দিন এডির ছাড়পত্র নিয়ে আসলে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।