মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় বড়লেখায় ১০ জনকে জরিমানা

15

বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা। এ সময় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বড়লেখায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চললেও জনসাধারণের মধ্যে জনসচেতনতা কমতে থাকে। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপের তোয়াক্কা না করেই বিভিন্ন শ্রেণীর মানুষজন সামাজিক দূরত্ব বজায় না রেখে, মুখে মাস্ক ব্যবহার না করে চলাফেরা ও বিকেল ৪ টার পরও দোকানপাট খোলা রাখছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা। এ সময় মুখে মাস্ক না থাকায় তিনি ১০ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নেওয়া আইন অমান্য করায় ১০ জনকে জরিমানা করেছেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।