সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, দীর্ঘ সরকারি কর্মজীবন শেষে অবসরে গেলে কিছুটাও হলে জীবনের ছন্দপতন আসে। তবে কর্মের মধ্যে ব্যস্ত থাকলে শরীর ও মন ভালো থাকে।
জেলা প্রশাসক গতকাল ২৭ আগষ্ট মঙ্গলবার বিকাল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে শিক্ষা বৃত্তি, এককালীন অনুদান, জরুরী চিকিৎসা, মেয়ের বিবাহ, প্রাকৃতিক দুর্যোগে সাহায্য খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সরকারি চাকুরী জীবন শেষে অবসরকালীন সময়ে এ ধরনের সংগঠনকে এগিয়ে নিতে সকলকে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, বর্তমান সদাশয় সরকার সরকারি কর্মজীবীদের কল্যাণে কাজ করছে।
বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসলাম উদ্দিন।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বশির আহমদ এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাবিবুর রহমান ও গীতা পাঠ করেন হিরন্ময় বিশ^াস। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমিতির ভাইস চেয়ারম্যান আতাউর রহমান জায়গীরদার ও মোঃ গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম কোষাধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহিদ, সদস্য- মোঃ আব্দুল হান্নান, আব্দুল মালেক সরকার, নীলকান্ত সিংহ, শক্তি দেবী কানন, গোলে নুর আক্তার চৌধুরী, মিনারা হোসেন, জহুর উদ্দিন মোঃ মানিক মিয়া, মোঃ আনিসুর রহমান ও মোঃ আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি