জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান ॥ দুটি শ্যালো ও একটি বোমা মেশিন সরঞ্জামসহ ধ্বংস, ফার্মেসীতে অভিযান চালিয়ে জরিমানা

26

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা
জাফলংয়ে বল্লাঘাটের মন্দিরের জুম এলাকা থেকে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পন্থায় পাথর gowainghat (sylhet) photo-26-11-2015 (FILEminimizer)উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সহায়তায় গোয়াইনঘাটের সহকারি কমিশনার ভূমি আশরাফ আহমেদ রাসেল এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সকালে এই অভিযান চলে। অভিযান চলাকালীন সময় মন্দিরের জুম এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি শ্যালো ও ১টি বোমা মেশিন সরঞ্জামসহ ধ্বংস করা হয়। পরে মামার বাজারে একটি ফার্মেসীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে একহাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর  সিলেটের সহকারি পরিচালক মুস্তাফিজুর রহমান, সার্ভেয়ার জীবন চন্দ্র, বিজিবি’র তামাবিল সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার আব্দুর রশিদ, গোয়াইনঘাট থানার এসআই আবু বক্কর সহ পুলিশ ও বিজিবি’র অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন ।