জননেতা দেওয়ান ফরিদ গাজীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্ততি সভায় এডভোকেট লুৎফুর রহমান ॥ যত দিন বাংলাদেশ এবং আওয়ামীলীগ থাকবে ততোদিন দেওয়ান ফরিদ গাজী বেঁচে থাকবেন

112

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান বলেছেন যতদিন বাংলাদেশ এবং আওয়ামীলীগ থাকবে ততো দিন দেওয়ান ফরিদ গাজী বেঁচে থাকবেন। ফরিদ গাজী বাঙালি জাতির অমৃতের সন্তান। সিলেটে আওয়ামীলীগের সৃষ্টির প্রধান স্মৃতি চারণ করে তিনি বলেন, যখন সিলেটে আওয়ামীলীগের বসার স্থান ছিলনা তখন ফরিদ গাজীর বাসায় আমরা বসতাম। দেওয়ান ফরিদ গাজীর দিক নির্দেশে আওয়ামীলীগ সিলেটে আজ প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে যে স্বপ্ন দেখতেন দেওয়ান ফরিদ গাজী সেই স্বপ্ন বাস্তবায়নে আপ্রাণ কাজ করে গেছেন।
জননেতা দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের উদ্যোগে গত ২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় নগরীর লামাবাজারস্থ মরহুম দেওয়ান ফরিদ গাজীর বাসভবন প্রাঙ্গণে আগামী ১৯ নভেম্বর ফরিদ গাজীর ৭ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জননেতা দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের সভাপতি, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল এর সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ, হবিগঞ্জ- ১ আসন (নবীগঞ্জ-বাহুবলের) আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী শাহ নেওয়াজ দেওয়ান মিলাদ গাজী, বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা এম এ বাছিত, বীর মুক্তিযোদ্ধা এম এ খালিক, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপ্পু, জেলা মহিলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা, সিলেট জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিলেট জেলা সাধারণ সম্পাদক ফেরদৌস খান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাজরা চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা সালাহ উদ্দিন সালাই বকস, দেওয়ান কয়েছ গাজী, আজহার উদ্দিন জাহাঙ্গীর, এডকোটে আব্দুল মালিক, জাতীয় জনতা পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, হুমায়ুন আহমদ কামাল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার আলী, যুবলীগ নেতা মিটু মোহন দেব, আব্দুল গফফার, হাজী দুদু মিয়া, হিরা লাল দে, যুবলীগ নেতা আকতার হুসেন প্রমুখ। সভায় দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। বিজ্ঞপ্তি