আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঈদুল আযহা উদযাপিত

12

স্টাফ রিপোর্টার :
ত্যাগের মহিমা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে গত সোমবার সারাদেশের মতো সিলেটেও উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এদিন সিলেট মহানগরীর ২৭টি ওয়ার্ডে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে এবং ১২টি উপজেলায় স্থায়ী-অস্থায়ী সহস্রাধিক ঈদগাহ ও মসজিদে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে একে অপরের সাথে কুশল বিনিময় করেন।
সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহে। হাজার হাজার মুসল্লি সেখানে একসাথে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মোনাজাতে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মার অব্যাহত সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাতে কাশ্মীরের নির্যাতিত নিপীড় মুসলমানদের জন্য আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশে এডিশ মশায় সৃষ্ট ডেংগু জ্বর থেকে মুক্তি পেতে আল্লাহর দয়া কামনা করা হয়। পরে ঈদুল আযহার প্রধান অনুষঙ্গ আল্লাহকে রাজি ও খুশি করতে কোরবানী করা হয়। সেই কোরবানীর মাংস একভাগ গরীব ও মিসকিনদের মধ্যে একভাগ আত্মীয় স্বজনদের মধ্যে ও একভাগ নিজেদের মধ্যে বন্টন করা হয়। যারা কোরবানী দিয়েছেন তাদের পরিবারসহ পরিবারের ছোট শিশুরা সারাদিনই আনন্দ উৎসাহের মধ্য মাংস বিতরণ করে কাটিয়ে দিয়েছেন। সন্ধ্যার পর অনেকেই পরিবার পরিজন নিয়ে বেরিয়েছেন আত্মীয় স্বজনের বাসায়।