স্টাফ রিপোর্টার :
নগরীর স্কলার্সহোম পাঠানটুলা ক্যাম্পাস ২০১৮ সালের জেএসসি ও পিইসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে।
এই ক্যাম্পাস থেকে ২০১৮ সনের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৪জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন জিপিএ-৫ এবং বাকী সবাই এ- গ্রেড পেয়েছে। ক্যাম্পাস থেকে পিইসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৭৩ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৬জন, জিপিএ-৫ প্রাপ্তির হার ৯০%।
স্কলার্স হোমের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. কবির চৌধুরী বলেন, স্কলার্স হোমের প্রতিটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা পিইসি এবং জেএসসি পরীক্ষায় যে সাফল্য অর্জন করেছে, তা আমাদেরকে আশাবাদী করে তুলেছে। আমার বিশ্বাস সাফল্যের ধারাবাহিকতায় আমাদের শিক্ষার্থীরা আরো এগিয়ে যাবে।
উল্লেখ্য, গত বছর (২০১৭) এই ক্যাম্পাস থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৭জনের সবাই জিপিএ-৫ এবং পিইসি পরীক্ষায় অংশগ্রহণকারী সবাই জিপিএ-৫ অর্জন করে।