মেয়র আরিফকে জেল হাজতে প্রেরণ

101

Habiganj Picture_30 Decemberহবিগঞ্জ থেকে সংবাদদাতা :
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। দীর্ঘ ৪৩ মিনিট শুনানী শেষে আদালত আরিফুল হক চৌধুরীর জামিন না-মঞ্জুর করেন।
গত ২১ ডিসেম্বর শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চতুর্থ দফায় সম্পূরক চার্জশীট দাখিল করেন।
ওই চার্জশীটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া গউছসহ ৩৫ জনকে আসামী করা হয়। আদালত হারিছ চৌধুরী, আরিফুল হক চৌধুরী ও গোলাম কিবরিয়া গউছসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
গত ২৮ ডিসেম্বর হবিগঞ্জ পৌরসভার মেয়র জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া গউছ হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের াজারে জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫জন।
এদিকে মেয়র আরিফ আদালতে হাজির হওয়ার পূর্বে সাংবাদিকদের কাছে এক আবেগময় বক্তব্য দেন। এতে তিনি বলেন, ‘আদালত যদি আমাকে জেলে পাঠায় তবে আমার বৃদ্ধ মা, অসহায় সন্তানদের সিলেটবাসীর কাছে রেখে গেলাম। সিলেটবাসী আমার পরিবারের অভিভাবকের দায়িত্ব পালন করবেন। ইনশাআল্লাহ মিথ্যার পরাজয় ঘটিয়ে সত্যের বিজয় হবেই।’ তিনি বলেন, আমাকে ষড়যন্ত্রমূলকভাবে কিবরিয়া হত্যা মামলায় জড়ানো হয়েছে। ষড়যন্ত্রকারীদের আল্লাহ বিচার করবেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আদালতে আত্মসমর্পন করতে এসেছি।’