পিন্টু দেবনাথ কমলগঞ্জ থেকে :
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী খুলেছে ৭ আগষ্ট বুধবার থেকে। মঙ্গলবার রাতে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও পাবলিক লাইব্রেরীর সভাপতি বেগম নাজিয়া শিরিন সধারণ সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে এই ঘোষণা দেন। এছাড়া সকলের সম্মতিক্রমে আগামী তিন মাসের জন্য সাত সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক জেলা প্রশাসক, সদস্য সচিব এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল। অন্যান্য সদস্যরা হলেন, জেলা পরিষদের সদস্য একজন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মসুদ আহমদ, ডা. এ কে জিলু হক, প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব ও সৈয়দ শাহেদ আহমদ। এর আগে শহরের কোর্ট রোডস্থ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা প্রশাসক ও পাবলিক লাইব্রেরীর সভাপতি নাজিয়া শিরিন এর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, বকসি ইকবাল আহমদ, ফয়জুল করিম ময়ূন, মসুদ আহমদ, ডা. এ কে জিলুল হক, আব্দুল মতিন, আ স ম সালেহ সোহেল, পুলক কান্তি ধর প্রমুখ।