কমলগঞ্জে ২৪ বছর পর হত্যা মামলার আসামী গ্রেফতার

6

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি হত্যা মামলায় ২৪ বছর ধরে পলাতক ওয়ারেন্টভুুক্ত আসামী রহিম উল্ল্যা (৫৫) কে কমলগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। সে আদমপুর ইউনিয়নের তাহির উল্ল্যার ছেলে। ১৯৯৫ সালের আরজান মিয়া হত্যা মামরার অন্যতম আসামী।বুধবার ১৫ জানুয়ারী বিকাল ৩টায় আদমপুরের ইউনিয়নের সাঙ্গাইছাবী নিজ বাড়ি থেকে এএস আই আনিছুজ্জমান ও রিপন সরকারে নেতৃত্বে একটি দল তাকে আটক করে। পুলিশ জানায়, উপজেলার আদমপুর ইউনিয়নের সাঙ্গাইছাবী গ্রামের আরজান মিয়াকে ১৯৯৫ সালে হত্যা করা হয়। তৎকালীন সময়ে কমলগঞ্জ একটি হত্যা মামলা দায়ের হয়। মামলা নং-জিআর-১৭৭/৯৫। সে মামলার অন্যতম আসামী রহিম উল্ল্যা। মামলার পর থেকেই সে পলাতক। বিজ্ঞ আদালত ২০১৩ সালে রহিম উল্যার বিরোধী গ্রেফতারী পরোয়ানা জারি করে। দীর্ঘ ২৪ বছর পর বুধবার গোপন সংবাদে ভিত্তিতে ওসি আরিফুর রহমানের নিদের্শে এএস আই আনিছুর রহমান ও রিপন সরকারে নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে আদমপুরের সাঙ্গাইছাবি গ্রাম হতে বিকাল ৩টায় গ্রেফতার করে।কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, হত্যা মামলার আসামী রহিম উল্ল্যাকে আটকের কথা স্বীকার করেন।