স্টাফ রিপোর্টার :
নগরীর আম্বরখানা থেকে ৭ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বড়বাজার এলাকার কালা পাথর মাঠের উত্তর-পশ্চিম কোণে জনৈক শেখ মোঃ সুমনের ঘরে তীর-শীলং এবং জুয়া বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- হবিগঞ্জ জেলার বাহুবল থানার দৌলতপুর গ্রামের আব্দুর নুরের পুত্র বর্তমানে নগরীর বাদামবাগিচা কুটি মিয়ার কলোনীর বাসিন্দা মোঃ আসাদ্দর আলী (৪৫), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার দিশাগঞ্জ গ্রামের মৃত আলী আশরাফের পুত্র বর্তমানে নগরীর মানিকপীর রোডের আকবর মিয়ার কলোনীর বাসিন্দা আবু তাহের (৪৫), দক্ষিণ সুনামগঞ্জ থানার হাশকুরি গ্রামের মৃত মৌলা বশের পুত্র বর্তমানে নগরীর কলবাখানী খসরু মিয়ার কলোনীর বাসিন্দা আব্দুল ওয়াদুদ (৩০), নেত্রকোণা কেন্দুয়া থানার পূর্বহাটি গ্রামের মৃত পথে আলীর পুত্র বর্তমানে নগরীর লন্ডনী রোডের গাজী মিয়ার কলোনীর বাসিন্দা বুরুজ আলী (৪২), হবিগঞ্জ জেলার বাহুবল থানার মোল্লাবাড়ী পৈইল ঘরেরপাড়ের মৃত শেখ মোঃ সাহিদ মিয়ার পুত্র বর্তমান নগরীর আম্বরখানা বড়বাজার মল্লিকা ৬৪/১ নং বাসার বাসিন্দা শেখ মোঃ সুমন (৪৫), নগরীর উত্তর কাজীটুলা ৫১ নং বাসার মৃত আইয়ুব আলীর পুত্র মোঃ খুরশীদ আলম (৪০) ও সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়ার মোঃ লিলফর আলীর পুত্র বর্তমানে নগরীর উত্তর কাজীটুলা তরঙ্গ ১১ নং বাসার বাসিন্দা মোঃ রাকিব উদ্দিন (৪৫)।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই(নিঃ) মোঃ রাকিব উদ্দিন ভুঁইয়া সঙ্গীয় আম্বরখানা পুলিশ ফাঁড়ি এলাকায় দিবাকালীন সিয়েরা-৩২ ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ) অঞ্জন তালুকদারসহ আম্বরখানা এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলিতেছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ৭ জুয়াড়ীকে আটক করতে সক্ষম হয়। এ সময় জুয়ার আসর থেকে ৩ বান্ডেল তাস এবং জুয়াখেলায় ব্যবহৃত নগদ ৩ হাজার ৫শ’ ৫০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ১৯ নং একটি জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।