ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ধারণী ম্যাচ আজ

15
Kuldeep Yadav of India celebrates the wicket of Jason Holder of West Indies during the 2nd ODI between India and the West Indies held at the ACA-VDCA Stadium, Visakhapatnam on the 18th December 2019. Photo by Vipin Pawar / Sportzpics for BCCI

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
প্রথম দুই ম্যাচ শেষে একটি করে জয় পাওয়ায় স্বাগতিক ভারত ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এই অঘোষিত ফাইনালে জয়ী হয়ে সিরিজ নিজেদের করে নেয়ার লক্ষ্যে আজ রবিবার মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। কটকে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
টি-২০ সিরিজ দিয়ে লড়াই শুরু করেছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডের মত চিত্র ছিল টি-২০তেও। প্রথম দু’ম্যাচ শেষে একটি করে জয় পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ফলে টি-২০ সিরিজের শেষটিও রুপ নিয়েছিল অঘোষিত ফাইনালে। শেষ পর্যন্ত সিরিজ জিতে নেয় ভারত। এবার ওয়ানডেতেও একই চিত্র।
চেন্নাইয়ে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে বিধ্বস্ত করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান শিমরন হেটমায়ার ও শাই হোপ। দু’জনের সেঞ্চুরিতে ২৮৮ রানের টার্গেট স্পর্শ করে ৮ উইকেটে ম্যাচ জিতে ক্যারিবীয়রা। হেটমায়ার ১০৬ বলে ১৩৯ ও হোপ ১৫১ বলে অপরাজিত ১০২ রান করেন।
সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে জয় ছাড়া অন্য কোন পথ খোলা ছিল না ভারতের। তাই বিধ্বংসী রূপ নেন ভারতের ব্যাটসম্যানরা। প্রথম ওয়ানডেতে ২৮৮ রানের টার্গেট দিয়েও হারের স্বাদ নিতে হয় স্বাগতিকদের। তাই রানের পাহাড় গড়ার সিদ্বান্ত নেয় ভারতের ব্যাটসম্যানরা।
সেই সুবাদে দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল জোড়া সেঞ্চুরি করেন। রোহিত ১৫৯ ও রাহুল ১০২ রান করেন। এছাড়া শ্রেয়াস আইয়ার ৩২ বলে ৫৩ ও রিশাব পান্ত ১৬ বলে ৩৯ রানের টর্নেডো ইনিংস খেলেন। ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮৭ রানের পাহাড় গড়ে ভারত। সেই পাহাড়ে চড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২৮০ রানে গুটিয়ে ১০৭ রানের হার মানে ক্যারিবীয়রা। সিরিজে সমতা আনে ভারত।
এখন ভারতের লক্ষ্য সিরিজ জয়। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩ বছর ওয়ানডে সিরিজ না হারার রেকর্ড ধরে রাখতে বদ্ধ পরিকর টিম ইন্ডিয়া। এমনটাই জানালেন দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, ‘পিছিয়ে পড়েও দারুনভাবে দল সিরিজে ফিরেছ। দ্বিতীয় ম্যাচে ছেলেরা দারুন ক্রিকেট খেলেছে। বিশেষভাবে ব্যাটসম্যানরা। বোলারদের লড়াই করার সুযোগ দিয়েছে। আশা করবো, তৃতীয় ম্যাচেও দল নিজেদের সেরাটা খেলতে পারবে এবং সিরিজ জয় নিশ্চিত করতে পারবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।’ ২০০৬ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিলো ভারত।
ভারতের মত সিরিজ জয়ের লক্ষ্য স্থির করেছে ওয়েস্ট ইন্ডিজও। টি-২০তে না পারলেও ওয়ানডে সিরিজ জিততে চান ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড, ‘প্রথম ম্যাচে হেটমায়ার ও হোপের ব্যাটিং নৈপুন্যে দুর্দান্ত জয় ছিলো। দ্বিতীয় ম্যাচে বোলাররা ভালো করতে পারেনি। আসলে আমাদের ভাগ্য সাথে ছিলো না। তবে তৃতীয় ম্যাচে জয়ের জন্যই আমরা মাঠে নামবো। আমাদের লক্ষ্য সিরিজ জয়। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের বন্ধ্যাত্ব ঘোচাতে চাই আমরা।’
ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩২বার মুখোমুখি হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে সমান ৬৩টি করে ম্যাচ জিতে দু’দল। বাকী ২টি টাই ও ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়।