বাগবাড়ি ছোটমণি নিবাসে শিশু হত্যা ॥ দায় স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান আয়া’র, কারাগারে প্রেরণ

7
সিলেটের ছোটমণি নিবাসে দুই মাসের শিশু হত্যার দায়ে আটক আয়া আয়শাকে আদালতে নিয়ে যাওয়া হয়।

স্টাফ রিপোর্টার :
নগরীর বাগবাড়ি ছোটমণি নিবাসে মাত্র ২ মাসের শিশু নাবিলকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকা। গতকাল শনিবার বিকেলে সিলেট মেট্রোপলিটন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ। পরে আদালতের বিচারক আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি জানান, ছোটমণি নিবাসের আয়া সুলতানা বালিশ চাপা দিয়ে শিশু নাবিলকে হত্যা করেছেন।
এর আগে শুক্রবার রাতে কোতোয়ালী মডেল থানার এসআই মাহবুব আলম মন্ডল বাদী হয়ে মামলা দায়ের করে। গতকাল শনিবার বিকেল ৪টার ওই মামলায় সুলতানাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতে হাজির করে পুলিশ।
উল্লেখ্য গত ২২ জুলাই দিবাগত রাত ১১টার দিকে নগরীর বাগবাড়িস্থ ছোটমণি নিবাসে মাত্র ২ মাস ১১ দিন বয়সী শিশু নাবিল আহমদ কান্নাকাটি শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সে সময় শিশুদের দেখভালের দায়িত্বে থাকা আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকা। এতে বিরক্ত হয়ে একপর্যায়ে নাবিলকে বিছানা থেকে তুলে সজোরে ছুড়ে ফেলেন সুলতানা। এ সময় বিছানার স্টিলের রেলিংয়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে জ্ঞান হারায় শিশু নাবিল। পরে মুখের উপরে বালিশ চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করেন পাষন্ড আয়া সুলতানা। এরপর মৃত্যুর প্রমাণাদি লোপাটের চেষ্টা করেন তিনি।