মেশকাতুন নাহার

4

সর্বভোজী খাদক :

মহাজন যে মহা খাদক
দিনে রাতে খায়,
তা সত্ত্বেও পেট ভরে না
আরও খেতে চায়।

আজকে মোরগ কালকে ইলিশ
বোয়াল মাছের পেট,
অনলাইনে সে অর্ডার দেয় যে
মধুর করে চ্যাট।

অভিজাত ফ্ল্যাট চিত্রাকর্ষক
মণিপুরী নাচ,
সাথে লাগে তন্দুরি চিকেন
দেশীয় স্বাদের ধাঁচ।

জবাই করে শ্রী হরিণী
রসনা করতে ভোগ,
মজার মাংস ছিঁড়ে খায় সে
চাটনি করে যোগ।

সর্বভোজী চিবায় হাড্ডি
খাওয়ার বড়োই লোভ,
প্রয়োজনের বেশি খেয়ে
উদর জানায় ক্ষোভ।

খেতে খেতে অবশেষে
খাদকের নাই হুঁশ,
বোমার মতো একদিন হায় তাঁর
পেটটা হলো ঠুস।

রঙ তামাশায় আর কত কাল
খেয়ে যাবি বল?
ভগ্ন হৃদয় নিয়ে জাতি
ফেলে চোখের জল।

শোষণ করে রক্ত চুষে
ভক্ষণ করে রূপ,
মধু লুটে চেটেপুটে
কানুন তবুও চুপ।