স্টাফ রিপোর্টার :
নগরী থেকে হকার উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছেন সিলেট সিটি কপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল বুধবার বেলা ১ টার দিকে নগরভবন থেকে বের হয়ে হাঁটা শুরু করেন তিনি। তখন তাকে দেখেই সিটি পয়েন্ট থেকে রাস্তা ও ফুটপাতে বসা হকাররা ভ্যানগাড়ি আর খাঁচা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করতে দেখা যায়। রাস্তার দু’পাশে অবৈধভাবে পার্কিং করা যানবাহনগুলোও চলতে থাকে দ্রুত। গত কয়েকদিন ধরে নগরীর রাস্তা ও ফুটপাত পরিস্কার করতে এভাবেই চলছে মেয়র আরিফের হকার উচ্ছেদ চলছে।
জানা গেছে, বুধবার দুপুরে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাস্তায় নামেন মেয়র আরিফুল হক চৌধুরী। সিটি পয়েন্ট থেকে অভিযান শুরুর পরই রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা যানবাহনগুলো নিয়ে চালকরা দ্রুত পালাতে থাকেন। কয়েকটি যানবাহনের উপর চড়াও হন সিটি করপোরেশনের কর্মচারীরা। চেষ্টা করেন গাড়ির কাগজপত্র ও চাবি জব্দের। কিন্তু শেষমেশ মাফ চেয়ে পার পেয়ে গাড়ি নিয়ে পলায়ন করেন চালকরা। মেয়র জিন্দাবাজারে আসার পর শুরু হয় হকারদের ভোঁ দৌড়। রাস্তার পাশে ভ্যান ও খাচায় করে জিনিসপত্র নিয়ে বসা হকাররা শুরু করেন দৌড়াদৌড়ি। কয়েকজন হকার আশ্রয় নেন জিন্দাবাজার ওয়ানসিটি বঙ্গবাজার মার্কেটের ভেতরে। সেখানে গিয়েও হানা দেন মেয়র। তলব করেন মার্কেটের মালিককে। এরপর হকার আর অবৈধ পার্কিয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনি পৌঁছান চৌহাট্টা পর্যন্ত। অভিযানের ফলে স্বল্প সময়ের জন্য হলেও সিটি পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত রাস্তা হকারমুক্ত হয়ে যায়।
এধরনের অভিযানের পর থেকে নগরীতে হকারদের অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখলের প্রবণতা কিছুটা কমে এসেছে বলে জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।