ছেলেধরা সন্দেহে গণধোলাই না দিতে কানাইঘাটে মাইকিং

27

কানাইঘাট থেকে সংবাদদাতা :
পদ্মা সেতুর জন্য মানুষের মাথা লাগবে এই গুজবকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন নিহত এবং অনেকে গুরুতর আহত হয়েছেন। এমন গুজব না ছড়িয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি বা কোনরকম মারধর না করে আইন নিজের হাতে না তুলে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, মেম্বার, চেয়ারম্যান এর মাধ্যমে থানা পুলিশের নিকট সোপর্দ করার জন্য সারাদেশে পুলিশের পক্ষ থেকে সচেতনতা মূলক প্রচারণা চলছে। কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে সোমবার দুপুর থেকে উপজেলায় মাইকিং করা হয়েছে। মাইকিং-এ বলা হয়েছে কোন প্রকার গুজবে কান দিবেন না এবং গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। এ ধরনের গুজব ছড়িয়ে দেশে অস্থিতীশীলতা তৈরী করা রাষ্ট্রবিরোধী কাজের সামিল এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারী অপরাধ।
মাইকিং-এ আরও বলা হয় ‘আসুন আমরা সকলে সচেতন হই, গুজব ছড়ানো এবং গুজবে কান না দেয়া থেকে বিরত থাকি এবং কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহে হলে গণপিটুনি না দিয়ে তাকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মেম্বার বা চেয়ারম্যানগনের মাধ্যমে কানাইঘাট থানায় সোপর্দ করার অনুরোধ করা হয় থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদের পক্ষ থেকে।