কানাইঘাটে ছাত্রদলের কর্মী সম্মেলন ॥ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘটাতে প্রস্তুত সিলেট জেলা ছাত্রদল

129

Chhatro Dal Photo 14.12.14যে কোন কিছুর বিনিময়ে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)’র পুণ্যভূমি সিলেটে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘটাতে সিলেট জেলা ছাত্রদল প্রস্তুত বলে মন্তব্য করেছেন সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ। গতকাল ১৪ ডিসেম্বর রবিবার সিলেট জেলা ছাত্রদলের উদ্যোগে কানাইঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে কানাইঘাট থানা, কানাইঘাট ডিগ্রী কলেজ, গাছবাড়ী কলেজ ও পৌর ছাত্রদলের কর্মী সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নার পরিচালনায় কর্মী সম্মেলনে সমাপনী বক্তব্যে সাঈদ আহমদ আরো বলেন, আপনারা যদি সত্যিই তারেক রহমানকে স্বাধীন দেশে দেখতে চান, তাহলে বর্তমান ফ্যাসিস্ট, জালেম, গণতন্ত্র ও মানুষ হত্যাকারী সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শপথ নিতে হবে। ছাত্রলীগ এখন মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক। এর বিপরীতে ছাত্রদলকে ভালো করে গড়ে তুলতে হবে। যাদের ইমেজ আছে, গ্রহণযোগ্যতা আছে, তাদের নেতৃত্বে আনতে হবে।
এর আগে দীর্ঘ ১২ বছর পর কানাইঘাট থানা, কলেজ ও পৌর ছাত্রদলের কর্মী সম্মেলনকে ঘিরে কানাইঘাটে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই সম্মেলন স্থলে জমায়েত হতে থাকে হাজারো নেতাকর্মী। জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ কানাইঘাট পৌছে প্রথমে শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ:) এর মাজার জিয়ারত করেন। পরে যোহরের নামাজের পর কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মী সম্মেলনের কার্যক্রম শুরু হয়। শুরুতেই কর্মী সম্মেলনে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ। পরে একে একে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ত্যাগী, নির্যাতিত ও রাজপথের নেতাদের দিয়ে কমিটি গঠনের অনুরোধ জানান। জবাবে জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ খুব শীঘ্রই সবগুলো ইউনিটে আন্দোলনমুখী কমিটি দেওয়ার ঘোষণা দেন।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন,জেলা ছাত্রদল নেতা মিফতাউল কবীর, জেলা ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান নেসার, সদ্য সাবেক কানাইঘাট থানা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম, সাবেক থানা ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল করিম শাহিন, কানাইঘাট ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা আজমল হোসেন, ইমরান আহমদ, রাসেল আহমদ, তাজুল ইসলাম, বদরুল আলম, সাইম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি