জাতীয় পার্টির ১৫০ মেয়র প্রার্থী চূড়ান্ত

46

কাজিরবাজার ডেস্ক :
আসন্ন পৌরসভা নির্বাচনে ১৫০ পৌরসভায় মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। প্রার্থীদের সাক্ষাৎকার শেষে 2015_11_29_20_25_00_rvpXBLgl8aPd2exb0v335izyvDMGnS_originalএ তালিকা চূড়ান্ত করেছেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
গতকাল রবিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত সম্ভাব্য মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার পবৃ চলে। সাক্ষাৎকারের শুরুতে এরশাদ বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সেই সঙ্গে পৌরসভা নির্বাচন ১০ দিন পেছানোর দাবিও জানান তিনি।
প্রার্থীদের উদ্দেশে এরশাদ বলেন, পৌর নির্বাচনে মেয়র পদে যাদের মনোনয়ন দেয়া হচ্ছে তাদের নির্বাচিত করতে সবধরনের সাংগঠনিক শক্তি নিয়োগ করতে হবে।
নেতাকর্মীদের এখন থেকেই মাঠে ‘ঝাঁপিয়ে’ পড়ার আহ্বান জানান তিনি।
দিনভর সাক্ষাৎকার শেষে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, নীলফামারী, ময়মনসিংহ, জামালপুর, লালমনিরহাট, শেরপুরসহ বিভিন্ন এলাকায় দলের পৌর মেয়র পদপ্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। আগামীকাল সোমবার বাকি পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে।
দলীয় সূত্র জানায়, আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির সাক্ষাৎকার পর্ব রবিবার শেষ হয়েছে। বাকি পৌরসভার মেয়র প্রার্থীদের তালিকা তৈরি করতে নিজ নিজ জেলা নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে। তারাই কালকের মধ্যে তৃণমূলের মতামত নিয়ে প্রার্থিতা চূড়ান্ত করে কেন্দ্রে পাঠিয়ে দেবে।
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, ‘স্যার (এরশাদ) নিজেই সাক্ষাৎকার নিয়ে মনোনয়ন চূড়ান্ত করেছেন। এর মধ্যেই প্রায় দেড়শ মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আশা করি বাকিগুলো কালকের মধ্যে ফাইনাল হবে।’
সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন- বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, যুগ্ম মহাসচিব রেজাউলি ইসলাম ভূঁইয়া প্রমুখ।