সিলেটের কিংবদন্তীতুল্য ব্যক্তিত্ব ছিলেন আ.ফ.ম. কামাল – অধ্যাপক ডা. এম. এ. আহবাব

19

সিলেট এর সাবেক পৌর চেয়ারম্যান, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, সিলেট ডায়াবেটিক সমিতি সহ অসংখ্য সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, সিলেটের সকল মহলের অভিভাবকতুল্য স্বজন, সিলেট ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আ.ফ.ম. কামাল এডভোকেট ছিলেন অসাম্প্রদায়িক, কর্মতৎপর, কর্মচারী বান্ধব, উদারমনা সিলেটের কিংবতন্তীতুল্য ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সিলেটবাসী বহু গুণে গুনান্বিত এক অভিভাবক কে হারালো। উনার সামাজিক কর্মকান্ডের কাজের মাঝেই তিনি আমাদের মাঝে বিরাজমান থাকবেন অনন্তকাল।
সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত এডভোকেট আ.ফ.ম. কামাল এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব।
১৬ জুলাই মঙ্গলবার সমিতির সভা কক্ষে সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনের পরিচালানায় শোক সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা নুরুল কামাল। সভার শুরুতে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সিলেট ডায়াবেটিক হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. এ. জেড. মাহবুব আহমদ বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ, নির্লোভ ও সাদামনের মানুষ আ.ফ.ম. কামাল ছিলেন বিভিন্ন গুণের অধিকারী। সিলেট ডায়াবেটিক হাসপাতালের উন্নয়ন হলে ডা. এম. এ. রকিব ও এডভোকেট আ.ফ.ম. কামালের আত্মা শান্তি পাবে।
সমিতির কোষাধ্যক্ষ এম. এ. মান্নান তার পরিবারের সাথে আ.ফ.ম. কামালের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন। ভারাক্রান্ত হৃদয়ে তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও কামাল এর পরিবারের সদস্যরা যেন এ শোক কাটিয়ে উঠতে পারেন তার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট ডায়াবেটিক সমিতির যুগল ডা. এম. এ. রকিব ও আ.ফ.ম. কামাল সাহেবের আদর্শকে লালন করতে হবে। সাবেক পৌর চেয়ারম্যান কামাল সাহেবের কাছে থেকে দাপ্তরিক অনেক কাজের অভিজ্ঞতা আমি নিয়েছি। কামাল সাহেবের আদর্শকে লালন করতে নগরীতে তার নামে কিছু একটা করার ইচ্ছা আছে।
সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ তার বক্তবে বলেন, বিগত দিনের সেই বিনোদিনী থেকে যাত্রা শুরু করে আজকের এ ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নের ব্যাপারে সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আ.ফ.ম. কামালের অবদান অতুলনীয়। সাবেক দুই সাধারণ সম্পাদক আ.ফ.ম. কামাল এডভোকেট এবং ইফতেখার হোসেন শামীমকে সিলেট ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ সম্মানিত করার পরিকল্পনা রয়েছে। সভায় উপস্থিত আ.ফ.ম. কামাল সাহেবের সন্তানদের উদ্দেশ্য করে তিনি বলেন উনার গৌরবউজ্জ্বল ইতিহাস এর ধারাবাহিকতা তোমরা বজায় রাখবে, কারণ তোমরা গর্বিত, কামাল সাহেবের মতো মানুষকে পিতা হিসেবে পেয়েছিলে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, কার্যকরি কমিটির সদস্য ডা. শুধাময় মজুমদার, ডা. শিব্বির আহমদ শিবলী, সাংবাদিক আফতাব চৌধুরী, সম্মানিত জীবন সদস্য আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট স্টেশন ক্লাব এর সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, মরহুমের জামাতা মাজহারুল ইসলাম ডালিম, মরহুমের পুত্র মোর্শেদ কামাল, সিলেট ডায়াবেটিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি