গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীর বাড়ি দখল করতে গিয়ে দুই ব্যক্তিকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে জনতা। এ সময় ভাড়াটিয়া অপ-দখলকারীদের দু’টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ গ্রামবাসী। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই শংকর সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলেন উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির উপর বারকোট গ্রামের মৃত মখলিছ মিয়ার পুত্র শাহিন আহমদ (৩৮) এবং অপরজন হলো বিয়ানীবাজার উপজেলার গোঙ্গাদিয়া মালি গ্রামের বাবুল আহমদের পুত্র সায়িদ আহমদ (৩৭)।
জানা যায় বৃহস্পতিবার বিকালে উপজেলার বুধবারীবাজার ইউপির কালিডহর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্রদ্বয় যুক্তরাজ্য প্রবাসী ইমাম উদ্দিন ও মানিক মিয়ার যৌথ ঘরে তালা ভেঙ্গে প্রবেশ করে আটককৃতরা। পরে এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে এলাকাবাসী জড়ো হয়ে তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তাদের সাথে থাকা ২টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় উপস্থিত জনতা। সাথে থাকা আরও ২/৩ জন পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। এদিকে বাড়ির মালিক ইমাম উদ্দিন ও তার ভাই মানিক মিয়ার মধ্যে অনেক দিন থেকে বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ অবস্থায় মানিক মিয়ার পক্ষে ঘর দখল করতে ভাড়াটিয়া হিসেবে আটককৃতদের নেওয়া হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানান। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা বাড়ির জায়গা দখল করতে গেলে স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।