সিলেটের সুপ্রাচীন ঐতিহ্য, সনাতন ধর্মাবলম্বীদের গৌড়ীয় সম্প্রদায়ের অন্যতম প্রধান অনুষ্ঠান রথযাত্রা মহোৎসব আগামীকাল (৪ জুলাই) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। রথযাত্রা মহোৎসবকে কেন্দ্র করে সিলেট নগরীর চৌদ্দটি মনিপুরী পাড়ায় এ উৎসব পালনের প্রস্তুতি চলছে। আগামী বৃহস্পতিবারের রথযাত্রার নয় দিনের মাথায় অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ১১ জুলাই। এর মধ্যে একাংশ আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রা উৎসব উদযাপন করবে বলে জানা গেছে। এ উপলক্ষে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির পক্ষ থেকে সিলেট নগরীর সনাতন ধর্মাবলম্বীদের ও গৌড়ীয় সম্প্রদায়ের সকলকে উৎসবে অংশগ্রহণ করে উৎসব সফলের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি